তুমি বোঝ
কতটা কাঙাল হলে ,
তোমার গান শোনার আগ্রহে
জাগিয়ে রাখি
খুশীয়াল মূহুর্তলিপি
যেটুকু ব্যাক্তিগত উচ্ছ্বাস
প্রথম দেখার মতো
নিজের বলে দাবি করে
আমি তাদের খুব ঘনিষ্ঠ …
তুমি বোঝ
প্রিয়তম অভিমানগুলো
শিলাবতীর জলে ডুবে গেলে
সেতার আর আঙুলের মিঠালাপ
