গত দুসপ্তাহ কবিতা কার্নিভালের পরে আমরা ফিরে এসেছি আমাদের নিয়মিত বিভাগ গুলি নিয়ে। কবিতা বিভাগে মেল বন্ধন করতে চেয়েছি প্রচলিত ও জনপ্রিয় কবিতার সঙ্গে অন্যধারার কবিতার। মুড়িমুড়কি বিভাগ কেমন লাগছে আপনাদের? মতামত পেলে খুশি হব। তরুণ গল্পকারদের দুটি গল্প আর প্রকল্পশ্রীরিয়্যাল আপনাদের জন্য অপেক্ষা করছে। আর আরশিনগর এবারেই শেষ হল। ভবিষ্যতে লেখককে আবারও পাশে পাব নিশ্চিত। কবি, প্রাবন্ধিক অমিতাভ মৈত্র যে এমন ছবি আঁকতে পারেন, খুব কম জনই জানেন বোধহয়।
সঙ্গে থাকুন আমাদের। লেখা পাঠান [email protected] এ। পাঠপ্রতিক্রিয়া জানান লিঙ্কের ভেতরে গিয়ে কমেন্ট বক্সে।
ধন্যবাদ জানাই
তুষ্টি ভট্টাচার্য
