• Uncategorized
  • 0

অণুগল্পে অনুপ্রসাদ রায় চৌধুরী

তালাবন্ধ

বিস্তীর্ণ সবুজ মাঠ। নরম ঘাসের গালিচা। বসতে বসতে বিনম্র ভাবে, আবার সেই সবুজ মাঠ! নরম প্রকৃতি….
এমনই নির্জনতাই তো পছন্দ ওর।
সদ্যস্নাত স্নাতকে এখনও চাকুরি জোটাতে পারিনি। বোনের বিয়েতে করা ঋণের সুদ, বাবার চিকিৎসা, ভাইয়ের পড়ালেখা সব ওর টিউশনের পয়সায় চলতো টেনেটুনে। এখন সব বন্ধ। কালবোশেখি ঝড়ে যেন ওকে ভীতর থেকে উপড়ে ফেলতে চাইছে। এভাবে অসহায়ত্বের শূন্যদৃষ্টি নিয়ে বিনম্ররা আসন্ন পরাজয় জেনেও লড়েতে থাকে, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে।
বহু এলোমেলো ভাবনা এসে ভর করে।
কীভাবে ওষুধ কিনবে, চাল কিনবে ,বাসা ভাড়া… আর চিন্তা করতে পারেনা ও।
নিরবতা ভেঙে ফোন বেজে উঠে। চার মাসের বাসাভাড়া বকেয়া পড়েছে যে। ফোনটি হাতে তুলে নিয়ে, মৌন করে ঘাসের উপর রাখে। সেখানে আবছা-গোধূলিতে আলো একবার জ্বলে আর নেভে…।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।