• Uncategorized
  • 0

অণুগল্প ১ বৈশাখের বিশেষ সংখ্যায় অরিজিৎ সিনহা 

জীব জীবাণু

করোনা ভাইরাস এর সৌজন্যে শহর জুড়ে লক-ডাউন।  কলকাতার রাজপথে গভীর রাতে একটা প্রাইভেট গাড়ি এসে থামল। গাড়ির কাঁচে সাদা কাগজে সাঁটা “Emergency Service- Animal feeding”। গাড়ি থেকে নেমে দু তিনজন কমবয়সী ছেলে-মেয়ে পথ-কুকুরদের খাওয়াতে লাগলো।
এমন সময় কোথা থেকে এক বৃদ্ধ ও বৃদ্ধা এসে বলল “বাবারা আমাদেরও একটু দে না”।  সেই খাবার মানুষের খাওয়ার অযোগ্য হওয়ায় ছেলেমেয়েগুলো ইতঃস্তত করতে লাগলো। তাদেরই মধ্যে একটি মেয়ে গাড়িতে রাখা পাঁউরুটি ও জলের বোতল তাদের হাতে তুলে দেয়। অনাহারে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরে সেই বৃদ্ধ ও বৃদ্ধা দুহাত তুলে বলে ওঠে  “ভগবান তোমার মঙ্গল করুন”। সময়ের নিষ্ঠুর পরিহাসে আজীবন খ্যাঁদানো-তাড়ানো পথ-কুকুরদের দৌলতে পৃথিবীর শ্রেষ্ঠ জীবেরা প্রাণদান পায়।
প্রকৃতি জেতে… স্রষ্টা হাঁসে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।