• Uncategorized
  • 0

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ সংখ্যায় প্রভাত মণ্ডল

আমার একুশ

আমি তো রক্তজবা পলাশের সাথি
বাংলার মেঠোপথে ভাটিয়ালি সুর ,
দেখেছি একুশের বীভৎস রাতি
নক্ষত্র গুলিও সে রাতে বেদনা বিধুর ।
আমার একুশ সে তো বিরহে মলিন
বয়েছে রক্তনদী অ আ ক খ ঘিরে ,
মায়ের মুখের ভাষা মননে গহীন
শত লাঞ্ছনাতেও আসে বার বার ফিরে ।
আমার বাংলা ভাষা বাউলের সুর
কীর্তনে তাল তোলে মিঠে খোল বাজে ,
আজানের সুর ওঠে দূর বহুদূর
এ ভাষা কণ্ঠে নিয়ে ছৌ-দল সাজে ।
একুশে ক্লান্ত স্মৃতি বিবর্ণ আলোকজ‍্যোতি
শহিদের শবদেহ চোখে ভেসে ওঠে ,
আমার বাংলা ভাষা হৃদয়ের ছন্দ গতি
এ ভাষায় ফুল ফোটে শত নদী ছোটে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।