• Uncategorized
  • 0

“আমি ও রবীন্দ্রনাথ” বিশেষ সংখ্যায় যশবন্ত বসু

যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে
যদি থাকি কাছাকাছি,
দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি—
তবু মনে রেখো।।”
… … হ্যাঁ স্যর, মনে রেখেছি আপনাকে… ইয়ে… ‘স্যর’ বললাম বলে কিছু মনে করলেন না তো? আসলে আপনাকে ‘রবি বাবু’ বলে ডাকবার কালে তো জন্মাইনি, আর, ‘গুরুদেব’ বলার যোগ্যতাও অর্জন করিনি… তাই ‘স্যর’ই বললাম।
আসলে সম্বোধনে যদিবা কিছু দ্বিধার দূরত্ব মিশে থাকে আপনার সঙ্গে সম্বন্ধটা কিন্তু বড়ই কাছের… আমদের হৃদয় ছুঁয়ে আছে আপনার পরশ… দেড়শ বছর ধরে। আর এর entire credit goes to you, Boss! (sorry Sir, কর্পোরেট কালচার ঢুকে পড়ল!) আপনার যাবতীয় সৃষ্টি আমাদের জীবনে ও যাপনে অফুরান oxygen, আমাদের মনের antioxidant, আমাদের ভাল থাকার confirmation letter!
তাই ভাল আছি স্যর… দুঃখে ভাল আছি… হুড়োহুড়ির জীবনে ভালো আছি… অগোছালো জীবনে ভাল আছি… বিরহে ভাল আছি… বিশ্বাসহীনতায় ভাল আছি… ভাল আছি কারণ, “জানি বন্ধু জানি তোমার আছেতো হাত খানি…”
এই বৈশাখের দহন দিনে… উষ্ণতার অনুভবে… আপনার জন্মমাসে আপনাকে আরো বেশি করে মনে পড়ছে… ভাল রাখবেন স্যর…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।