• Uncategorized
  • 0

এই সময়ের লেখায় অরিজিৎ সিনহা

Self Quarantine বা Self Isolation

আমাদের জীবনে নতুন কিছু না. পৃথিবী,  সমাজ বা সম্পর্ক যখনি আমাদের আঘাত করেছে আমরা যখনি আহত হয়েছি আমরা self-isolation এ চলে গিয়েছি.  শুরুটা নিজেদের অবচেতন মনে.  ছোটবেলায় বাবা-মা বকলে বা জোড়ে কথা বললে আমরা অভিমানে “self-isolation” e গিয়েছি, মানভঞ্জন করাতে লজেন্স বা খেলনা ঘুষ নিয়েছি বা পেয়েছি. আরেকটু বড়ো হবার পর স্কুল এ কেউ কিছু বললে বা অপমানিত বোধ হলে আমরা self-isolation এ গিয়েছি… বাড়ির লোক মনোরোগ বিশেষজ্ঞ দ্যাখাতে নিয়ে গিয়েছে…  ওনারা ডিপ্রেশন এর শিকার বলে ব্যাপারটা কে  হালকা করেছেন… self-isolation এর থেকে বেশি “isolated” মনে হয়েছে.   জীবনের একটা সময় যখন বুঝি যে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে…  কোনোকিছুই আর মেলানো যাচ্ছে না… সেদিন… হ্যাঁ সেদিন ও “self-isolation” গিয়েছি নিজেকে গুছিয়ে  নেবার  তাগিদে.
“Self-isolation” কখনো উপহার নিয়ে এসেছে,  কখনো একাকীত্ত্ব আবার কখনো নিজেকে চিনতে শিখিয়েছে… চিনতে শিখিয়েছে কে নিজের… কে পর
“Self-isolation” রা বহুরূপী হয়ে ফিরে আসুক… বারবার.
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।