কবিতায়ণে হরেকৃষ্ণ দে

সতর্কে কোন তর্ক থাকতে নেই

কোন তর্ক থাকলে আমাদের সতর্ক বলে কিছু থাকে না,
তর্ক আজ থাক একটু সতর্ক হই৷
‘সাবধানে বিনাশ নেই’
এ কথা সবার জানা,
জেনেও সাবধান হওয়ার জন্য সতর্ক হতে ভুলে যায়,
কেবল তর্কের পথ আঁকড়ে থাকার জন্য৷
‘যার ভয় আছে,তার ভয় নাই’
এ কথাও তো সবাই মানে,
ভয়ের ভেতর জন্ম নেয় শ্রদ্ধা,জন্ম নেয় বিনয়ী মন..জন্মায় চলার পথে অসতর্ক থাকার অবিশ্রাম ভয়৷
যে ভয় মানবিক স্নায়ু মজবুত করে,
আপন করে আপনার প্রিয় প্রিয় ভাবনা৷
ভুলে যেও আজ তর্ক,
এসো সতর্ক হই জীবনের খাপে, জীবনের সাথে জীবন ধরার সুন্দর মঞ্চের ডেকোরেশনে…
আজ এক চরম দুর্দিনে করোনা গর্জন,
মানুষের জীবনক্ষেত তছনছ করতে
এগিয়ে আসছে করাল থাবায় মৃত্যুর ঝোলা নিয়ে,
সেই থাবায় আমাদের সতর্কের সেফ্টিপিন ফুটিয়ে দিতে চাই
অজস্র সতর্কের তীব্র হাত আজ উত্তোলিত হোক
মানুষের বাঁচার লড়াইয়ে৷
‘আমরা সব পারি’ এই মন আরও মজবুতি চিন্তায় সুরক্ষিত করতে সতর্কতার প্রয়োজনীয়তার বিশাল আয়োজন সফল করি পারস্পরিক অক্লান্ত জীবনযুদ্ধ৷
আমাদের ভয় থাকুক অসতর্কতায়,
আমারা নিজেই আজ নিজেকে নিয়ে তর্ক করি৷
সেই তর্কে অতি সতর্কতায় আটকে রাখি গৃহবন্দীর সুরক্ষার খেলায়,
জীবন সুরক্ষার পাঠশালায় যাবতীয় হোমটাস্ক
ফলো করি তোমার আমার সবার ভালোবাসার
এক নিরাপত্তা বলয়ের জীবন সংসার…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।