• Uncategorized
  • 0

কবিতায় অমলেন্দু কর্মকার

এই ফাগুনে…

আবির মাখা হাত বাড়ায়ে যেই এলি তুই কাছে ,
অমনি চোখে কিশোর বেলার দোলের স্মৃতি নাচে ।

সেই সেদিনের বসন্তরাগ প্রেমের কুঁড়ি সব ,
আজ ফাগুনের আলতো হাওয়ায় করছি অনুভব ।

ফাগুন রঙে রঙিন হিয়ার দোলনচাঁপার বাস ,
পলাশ করে কৃষ্ণচুড়ার ওষ্ঠ ছোঁয়ার আশ ।

সেই সেদিনের দখিন হাওয়া তেমনি আজও বয় ,
তুই শুধু আজ অন্য কারোর , অন্য পরিচয় ।

পাতা ঝরা বিকেল গুলো আজও তোকেই চায় ,
আবির মাখা ফাগুন আসে আমার দরজায় ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।