• Uncategorized
  • 0

কবিতায় অরিজিৎ পাল

তোমাকে চাই 

লকডাউনের শেষে
হয়তো কোনো এক পরিস্রুত ভোরে,
অপলক চেয়ে থাকা মগ্ন দুপুরে,
ঘাম মুছে ঘরে ফেরা সান্ধ্য শহরে
তোমাকে চাই৷
লকডাউনের শেষে
হয়তো কোনো এক বাঁশুরিয়া সুরে,
সোনাঝুরি, রাঙামাটি, দেহাতী ঘুঙুরে,
আলগোছে চোখ মেলে কোপাই মুকুরে
তোমাকেই চাই৷
লকডাউনের শেষে
হয়তো এক ছুটে দূরে বহুদূরে,
হাসি-মুখ অভিলাষে কোনো পাহাড়িয়া নীড়ে,
নীল, শুধু নীল ছুঁয়ে সাগর কিনারে
শুধু তোমাকে চাই৷
লকডাউনের শেষে
হয়তো সাতরঙা রংধনু জুড়ে,
ফোঁটা জল জমে থাকা ঘাসের শরীরে,
অবাধ্য স্বপ্নের মাঝনদী চরে
শুধু তোমাকেই চাই৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।