কবিতায় ইন্দ্রনীল সেনগুপ্ত

মন খারাপের দুচ্ছাই

এমন সকাল ঝকঝকে রোদ,
মাঝে মাঝে আকাশটাতে একটু আলো একটু ঘোলা;
হঠাৎ এমন আটকে রাখা সভ্যতার দৈত্যটাকে,
ফুঁসছে সে কাঁদছে সে।
কেউ জানে না থাকবে কে, যাবে কে;
তবুও মানুষ থাকবে মানুষ;
মানুষ তবু থাকবে জেনো,
মন খারাপের বারান্দাতে হাঁটতে হাঁটতে
ফিরবে মানুষ কোলাহলে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।