কবিতায় উজ্জ্বল কুমার মল্লিক

বিপত্নীকের আক্ষেপ

সেই কোন যৌবনোন্বেষে,
বধূ-রূপে এলে এ গৃহে;
নম্র-লাজে সার্থক করি
মিনতি নাম নিজ-গুণে।
আকাশ-ভরা স্বপ্ন লহে
জড়ালে আপনি সবারে;
সুষমার এ ঘর ভরি,
কৃতার্থ করলে এ দীনে।
কর্কট-বজ্রপাত রূপে
অকস্মাৎ আঘাত নামে;
ছার-খার হ’ল সংসার
সব কিছু শেষ নিমেষে।
পারিনি রক্ষিতে তোমাকে,
অক্ষম -পতি, ক্ষমা মাগে,
রেখে গেলে, চিহ্ন আপনি,
পুত্র বুদ্ধ, কন্যা মৌসুমে:
শূন্য-পথে দেখি তোমাকে,
শান্তিতে থাকো পঞ্চভূতে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।