• Uncategorized
  • 0

কবিতায় ঋতব্রত গুহ

জন্ম ১৯৮৮ সালের ১৫ ই সেপ্টেম্বর । বহুজাতিক সংস্থায় কর্মরত এবং বর্তমানে ব্যাঙ্গলোরেই বাস । প্রথম সম্পাদনা " নির্জনে বসে " । তারপর একটা লম্বা বিরতি । গত একবছর ধরে আবার লেখালেখি শুরু করেছেন । দেশ পত্রিকা সহ আরও কিছু পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে সম্প্রতি ।

বিশুদ্ধ ধর্ম

তোমার আমার সম্পর্ক
কখনও ওদের সমীকরণ মানে নি ।
কত যুদ্ধ,বুলেট,কার্ফু
হাজার বছরের ইতিহাস
রক্তাক্ত করেছে নিয়মিতভাবে ।
তোমার আমার সম্পর্ক বদলায়নি ।
ওরা মৃতদেহের ওপর পতাকা উড়িয়ে
জেহাদের কথা বলে
তোমার আমার জেহাদ প্রতিদিনের
বেঁচে থাকায় ।
কখনও তুমি আমার পাশের বাড়ি ,
কখনও পাশের পাড়া বা শহর
আবার কখনও কোন আলাদা দেশ ।
তোমার আমার সম্পর্কই
এই মহাবিশ্বের সবচেয়ে
বিশুদ্ধ ধর্ম ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।