কবিতায় কস্তুরী কর

পুরোনো স্ফটিকের টুকরো

তুমি দু হাত পেতেছ , বুকের পাঁজর খুলে দিয়েছি তোমায় , তুমি ফিরে তাকালে দৃষ্টি তুলে দিয়েছি ঐ দুটো চোখে, তোমার বুকের ক্ষতে দিয়েছি গলানো হৃদয়ের প্রলেপ
আর তো কিছু মনে নেই , পড়ন্ত রোদের আমন্ত্রণে নিকোনো উঠোনের ভাঙা কাঁচ কুড়িয়ে নতুন রঙমহল তৈরি করতে আবেগকে খেসারত দিতে হলো অভিমান
বহুদিন পর পাইনের ছায়ার গল্প বলছো তুমি , শুধু দেখছো না সে গল্প কোথাও নীল , কোথাও পীত , কোথাও কোথাও লাল রঙে ছোপানো…
বোধহয় এতোটাই উদাস ছিল সে অবেলা
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।