• Uncategorized
  • 0

কবিতায় চিরপ্রশান্ত বাগচী 

কোনো হালভাঙা নাবিকের কথা 

সময়ের ব্যবধান কিংবা অলৌকিক আবরণসমূহ
ঠিক এখানে, এইখানে বিচার্য নয় ।
তাই
হে এণাক্ষী , ফাল্গুনরাত্রির নীল নক্ষত্র  ; যার নেপথ্যে এক বিচিত্র অরণ্য  ; সামুদ্রিক
অথবা এক মৃগতৃষ্ণিকা ; মৃত্যু মধুরতম
— যখন সম্পর্কের ভিতর শুধু সময়ের শব্দ অন্ধকার থেকে নিষ্ক্রমিত হয় ।
প্রকৃতির এ এক আশ্চর্য নিয়ম  ; যেমন গাছের বীজেরা জানেনা, কখন ফলের থেকে পাখিদের ঠোঁট ছুঁয়ে মাটির সঙ্গে ক্রমে জল বাতাস বা আলোর শরীরী স্বাদ নিতে হবে ; আকস্মিক ।
আকস্মিক  ?

মুহূর্তের চিত্রকথা 

মুহূর্ত নির্জন হলেই আমার অন্তঃস্থিত আগুন হিম হয়ে আসে ; তখন ক্রমাগত শুরু হয়ে যায় নৈসর্গিকচিত্রের এক পটভূমি  ; অবাঙ্মনসগোচর ; খুবই গোপন -গভীর
যেখানে নদীতে ভাসমান একটি  নৌকো ছাড়া আর কিছুই দেখা যায় না  ;
সমস্ত আকাশজুড়ে শুধু  নীহারিকাপুঞ্জ  ;
— সহসা এই দৃশ্যপট ছিঁড়ে বেরিয়ে আসে বঁড়শিক্ষত  একটি জলজ্যান্ত  মাছ
মুহূর্ত নির্জন  ; আমাকে প্রায়শই একটি মায়াবী কেতাবে রূপান্তরিত করে  ; যেখানে শুধু রসের রেখাচিত্রণে ফুটে ওঠে নির্মাণ ও সৃষ্টির সমস্ত কলা  ; যেন ভোগ ও ত্যাগের স্থাপত্যশৈলী ; অনুপ ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।