কবিতায় জয়া বসাক

দেখেছিলাম তোমায়

মেঘের বাড়ীদের পথ খুঁজে পাওয়ার চেষ্টায়
দিগন্ত জুড়ে প্রতীক্ষার আলো জ্বালিয়ে ,
এ শহরের বুকে তৃষ্ণার্ত ভাবে ঘুরে বেড়াচ্ছিলাম ।
ট্রেনের পথের বাঁকে বাঁকে খুঁজছিলাম নিজেকে
সেই এক ঝড়ের রাতে যেমনটি হারিয়েছিলাম-
নিজের সত্ত্বাকে—
তাইতো ট্রেন ভ্রমণের ভূমিকা পালন করতে হয় নিজেকে।।
সব মরীচিকার কাছেই ঘুরে ফিরে আসা
হটাৎ কী যেন, কাশ বনের আড়ালে আমি দেখেছিলাম –
সেই হারিয়ে যাওয়া তোমাকে ।
অনেক ধরার চেষ্টায় হাত বাড়িয়ে দিতাম-
শুধু দেখতেই পেতাম কিন্তু শুভ্রতাকে স্পর্শ করতে পারতাম না ।
দেখেছিলাম সেদিনও তোমায়,
এক রূপসী ছিন্ন-ভিন্ন রুপ যা পাগল করা এক মন্ত্রের মতো ,
আর আজও খুঁজে চলি- নিজের প্রকাশ্যেই
আবার কখনো নিজের অজান্তেই—
ট্রেনের দূরত্বের আওয়াজের মতো  ।
কিছুটা হারিয়ে আর কিছুটা ত্যাগে ।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।