কবিতায় তপনকান্তি মুখার্জি 

গতিহীন 

হঠাৎ থেমে গেল সব কথা ,
কাটুমকুটুম বৃষ্টি , প্রজাপতি অস্থিরতা ।
বিষণ্নতার ছোঁয়া এখন চোখজুড়ে ,
নিজস্ব নির্জন কোণে আটকে সরীসৃপ সময় ।
প্রতিদিনকার মতো ক্ষুধাতুর পাখিরা আসে উঠানে ,
উড়নচন্ডী দু – একটা কাক পায়ে পায়ে হাঁটে
জলবন্দি মানুষের মতো ,
বাইরের যতো আলো , রং গতি হারিয়ে ছায়াছায়া ।
আবক্ষ চাপা পড়ে স্বপ্নকোরক ,
দগ্ধদিনের বুকে মিলিয়ে আসে দ্রৌপদী – আশ্লেষ।
ভেসে যায় সব কথা , বৃষ্টি , অস্থিরতা ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।