• Uncategorized
  • 0

কবিতায় পঙ্কজ কুমার বড়াল

দিগন্তের মতো এক দূর নিয়ে হেঁটে যাচ্ছো তুমি
কী মসৃণ তোমার বিষাদ ও ফুল!
মাইল মাইল বরফ ঝরছে
মাইল মাইল কুয়াশা ও শ্বেত..
তোমার ইচ্ছে গুলি পাহাড়,
তোমার ইচ্ছে গুলি বরফের নদী হয়ে
থেকে যাচ্ছে উপত্যকা,এই হিম,না মানুষের দেশে ৷

যেখানে যাচ্ছো যাও
যেমন মেঘের পিঠে মেঘ ভেসে যায়..
একদিন ফিরে এসো
সমস্ত অভিমান ভুলে
উষ্ণ ফুলের দেশে আমাদের শুভদৃষ্টি হবে ৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।