কবিতায় পার্থ সারথি গোস্বামী

কম্পিটিশন

আমায় ক্ষমা করো ধরিত্রী ,
তোমার সাধের বাগানে-
কোন ফুল ফোটাতে পারলাম না।
আমাকে ক্ষমা করো ধরিত্রী,
তোমার সাধের যাত্রাপালায় –
আমার সং সাজা হোলনা ।
হারুদার টিউশন ক্লাসে
অংক জমা দিয়েছি সবার শেষে –
দশমিকের বামদিকে শূন্য হয়ে বসেছি রোজ ।
তুমি আমায় ক্ষমা করো ধরিত্রী,
তোমার অনুশীলনের উত্তরমালায় –
শুন্য বসাতে পারলাম না ।
প্রথম দেখাতেই ভালো লেগেছিল মি-লি কে
হাস্কি ভয়েসে রক্তে মিশেছিলো ক্লেশ –
তবুও সানাইয়ের রাতে শুধু, ভদকা মেরে দেবদাস ।
আমায় ক্ষমা করো ধরিত্রী ,
তোমার ছায়াছবির শেষ দৃশ্যে
আমার ডেথসিনের শট দেওয়া হোলনা ।
বিদ্বজনের সুশীল সভায়
বেমানান আমার বাঁকড়ি ছন্দমিল –
সুচারু কবির কবিতায় তালরস খুঁজে হলাম হাস্যস্পদ ।
আমায় ক্ষমা করো ধরিত্রী,
তোমার বর্নপরিচয়ের বুকে
আমার খাগের কলম ছোঁয়াতে পারলাম না ।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।