• Uncategorized
  • 0

কবিতায় প্রজ্ঞা

 নদীর অন্তরঙ্গতা

জাহ্নবী আজও হিমাদ্রির সখী
যমুনা তাজের প্রিয়া ,
অলোকানন্দার বুক ভেঙে আজও
বইছে মন্দাকিনীর ধারা।
জীবনপ্রবাহে আনছে জোয়ার
তিস্তার চঞ্চলতা
রঙ্গিতের স্রোতে বইছে কত
না পাওয়ার আকুলতা।
তোর্সা আজও পাড় ভেঙে যায়
মোহনার সন্ধানে ,
মাটি ফিরে ফিরে যায়
জীবনের প্রয়োজনে।
কৌশিতে সুধার ধারা ,
ছুঁয়েছে আকাশের স্তব্ধতা।
কৃষ্ণা পাড়ে দেখেছ কী?
স্তব্ধ জীবনের মুগ্ধতা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।