কবিতায় প্রভাত মণ্ডল

দগ্ধ হৃদয়

আবিরে রাঙানো সূর্যটা ওই
অস্তাচলের প্রহর মাগে ,
গাঙচিল ভাসে চিল্কার বুকে
বুঝিবা জ‍্যোৎস্না রাতেও রহিবে জেগে ।
তুমি সুধা ভরা গরলও সে তুমি
আঁখি পানে যত চাহি বারেবার ,
মোর স্বপন প্রেয়সী স্বপনে রহিও
নাহিবা বাজালে জীবন সেতার ।
দূরে থাকি তুমি নীরবে মননে
গাঁথিয়ো বক্ষ ব‍্যথার নিপুণ মালা ,
ভালোটি বাসিও শত ব‍্যবধানে
জানি দগ্ধ হৃদয়ে সুধার জ্বালা ।
রাশি ব‍্যবধান সেই তো সোপান
তোমার লাগি ঝরে আঁখি বারি ,
হে প্রভু জনমে মরণে তুমি মোর প্রাণ
আমি তোমার চরণ কেমনে ছাড়ি ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।