• Uncategorized
  • 0

কবিতায় বিশ্বজিৎ সরদার

বেড নেই

রাত দুটোর সময় রেফার করে দেলে
মফস্বলের ডাক্তার,
আম্বুলেসে শওরের হাঁসপাতালে আসতি
ভোর হয়ে গেল,
তারপর চল্ল লড়াই
যমে মানুষে
মানুষে মানুষে…
দারোয়ানবাবু থেকে ইমারজিন্সি
ইমারজিন্সি থেকে নাস দিদিদের ঘর…।
ভত্তি হয়নি।
বেড নেই।
ইমারজিন্সির মেজেয় স্যালাইন চলতেচে একনো।
বেড নেই।
এমেলে কোটার রুগী
মুন্তি কোটার রুগী
একনো সবার জ্যায়গা হয়নি,
চেষ্টা চলতেচে
খালি হলি আগে ওদের চান্স।
ভোর পেইড়ে সকাল
সকাল পেইড়ে দুপুর
দুপুর গইড়ে গেল
সন্দে হতি যায়…।
বেড নেই।
যেকটা বেড খালি হয়েছিল
এমেলে আর মুন্তি কোটার রুগীরা
ভত্তি হয়ে গেল। কিচ্ছু করার নেই।
কিছু করার নেই ডাক্তারমশাই…?
আমার স্বামীটা যে মরতি বসল !
রুগীর কোটায় এট্টা দুটো বেড কি
খালি হয়না কখনো…?
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।