কবিতায় মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া

প্রেত যোনি

পদ্মের পাপড়ি দেখতে পাও
গর্ভগৃহের মুখে ওল্টানো ঝিনুক দেখে
থমকে যাও প্রত্যেকবার,হাসো আপনমনে
খলখল সিঁদুরের স্রোতে ভয় পাও না?
হাসতে হাসতে তবে ডিঙোচ্ছি মন্তরপড়া গাছ
এবার কামিনী দ‍্যাখো,সামান্য ফুল থেকে
নারী নয়,নারী নয়,প্রেতযোনি!
রক্তগোটার পাশে ধড়ফড়ায় রাত
ধোঁয়া ওঠে বাজপড়া ঢ‍্যাঙা তালগাছে
ওসব আমারই জ্বলন্ত কড়ে আঙুল,
নীল দুধে ডোবানো নখ আর চুলের গোছা
এদিকে খুলি ফেটে উঠে বসছে মড়া
পোড়া কাঁথা, করোটি ভর্তি মদ আর
ভাঙা কলসের শ্মশানে দাঁড়িয়েছি উলঙ্গসমান
আর সকলেই দোরকপাট এঁটে চাকরি-বাকরি,রোগভোগ,
রক্ষে করো মা,পোয়াতি বউ নজর না লাগে
মাজা ব‍্যথার তেল,গর্ভপাতের শেকড়
পিশাচসিদ্ধ মাগো,সাধনসার বিশল‍্যকরণী দাও
আরও কিছুদিন বেঁচে উঠি নয়ানসুখে
তুমি কেন ভয় পাওনা?
কতদিন ঘুমোসনি বলে খড়খড়ে মুখ মুছে দাও
চোখের আঁধার ভেঙে গোছা গোছা তারা নামে
নক্ষত্রের পাতা গায়ে ঘুমোই শূন্যের পায়ের কাছে
কে শিখেছে তবে বলো,দ্রোণফুল,কস্তুরীমালা
আর কাজরিগন্ধ এই ঘুম ঘুম সহজ বশীকরণ…?
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।