• Uncategorized
  • 0

কবিতায় মাহামুদাল হাসান

পেশায় শিক্ষক। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিগত ৫-ই সেপ্টেম্বর ২০১৯ পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত "শিক্ষারত্ন" সম্মাননায় ভূষিত হন।সপ্তম শ্রেণি থেকে কবিতা লেখা শুরু।সময়ের সাথে সাথে পূর্ণতা লাভ করে কলম।বিভিন্ন পত্র পত্রিকায় লেখা অব্যাহত রয়েছে।এখন অব্দি যৌথ কবিতা সংকলন গুলির মধ্যে- কাব্যমঞ্জরী,যখন একলা আকাশ, কালবেলার প্রতিচ্ছবি,আবেগের ঠোঁট,কাচের জানালা,আমার আকাশ তোমার নীলাভ আবরণে,মহুলের নেশা উল্লেখযোগ্য।

স্বপ্নের ভোর আসবেই

কষ্টের স্টেজে আনন্দেরা নাচানাচি করে
অথচ প্যারালাইজড্ দৃষ্টি একমুখী
আধখাওয়া চাঁদটা হাসে শুধু ভেবে
নিঝুম বাতাস পাপড়িগুলোকে
কী অস্থিরভাবে নাচায়
দেখার সৌভাগ্য কারো হয়েছে!
শ্রীহীন ভব্যতা বেঁচে দেয় দুঃস্বপ্নের গলিতে
হোঁচট খেয়ে ঘুরে দাঁড়ায় মহানন্দে
কোনো পিছুটান নয়,শুধু জ্যোৎস্নার আলো
মুঠো মুঠো করে ছুঁড়ে মারে কুজ্ঝটিকায়
শব্দহীন উচ্চরব বাতুলতা মাত্র
তাই নিছক অসহ্য ধ্বনির সমাহার ঘটানো
‌আর মেয়াদী কষ্টের ঝাঁঝ
তিক্ততা বাড়ালেও
আশকারা পাওয়া আনন্দ
মনবিতানে নোঙর ফেলে প্রত্যাশিতভাবেই
বিবর্ণ আভা পিছু হটে এক আকাশের নিচে
দৃষ্টির ভাঁজে আটকানো কিরণকে রুখে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।