• Uncategorized
  • 0

কবিতা – শান্তনু পাত্র

বিদ্যাসাগর২০০/বিশেষ সংখ্যা

ঈশ্বর দর্শন

(উৎসর্গ – বিদ্যাসাগর মহাশয়কে)

মহাগুণ বিকশিত, পরম ঈশ্বর
কতো গুণ, কত দয়া, শর্মার মুকুটে
নদীজল, দাবানল, দয়ার সাগর
উন্নত ললাট শির; তবু তিনি মুটে।

মায়ের ডাকেতে ঝাঁপ, বিপদ যতই
অঙ্গে অঙ্গে বিচ্ছুরিত, দৃপ্ত জ্যোতির্ময়
দামোদর পার হন, যশোরের কই
অমৃত আলোয় লেখা, বর্ণপরিচয়।

বিধবা বিবাহ নিয়ে, সুসংকল্পে নেমে
কঠোর সংগ্রামে তিনি; জয়ী, অভিভূত
কী ভীষণ অনুরাগ; দয়া, মায়া, প্রেমে
নরম, নির্মল রূপ; ক্ষমা দ্রবীভূত।

সুদৃঢ় সংকল্প যাঁর; গদ্য রূপকার
বাংলা নবজাগরণে, তিনি কৃতকার।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।