কবিতায় শেষাদ্রি চট্টোপাধ্যায়

রাত্রি

কেবল শরীর জুড়ে পড়ে থাকে ঘ্রান
সারাটি দিনের শেষে ফিরে যায় মেঘ
কোথাও ফেরার ছিলো ?
কেউ এসে ঢেকে দেয় উদাসীন তারা
সমস্ত দিবস গেছে এলোমেলো ঝড়ে
তবু রাত্রি এলে ঠিক ঢেকে দেয় তারা,
কথা ছিলো কোথাও ফেরার !
চলে যায় ভাসা গ্রাম দূর বনভূমি
নির্জন পথের নীল : সব বালিয়াড়ি –
একক প্রদীপ রাত , সমগ্র ইশারা I
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।