• Uncategorized
  • 0

কবিতা -তে অতনু চক্রবর্তী

উদাস জীবন

একটা জীবন মাটির পরে, একটা জীবন উদাস হয়ে ।
তোর আশাতেই দিলাম শিকল নিজেই আমি নিজের পায়ে ।।
মুক্ত আকাশ তোর-ই থাকুক ! মিষ্টি বাতাস, সবুজ সকাল ;
সর্ষে ফুলের গন্ধ খুঁজি, পিঁপড়ে হয়ে মরণ অকাল ।।
উদাস হয়ে একটা জীবন, মরণ আমার ধূলোয় ভরা,
আগুন ঢাকা মৃত শরীর ; মুক্ত আকাশ ছাই-এ ভরা ।
আগাছা হয়ে দাঁড়িয়ে থাকি, অট্টালিকার দেওয়ালগুলোয় ।
ছাদ চুঁইয়ে জল ঢালা আমার নিজের খেয়ালগুলোয় ।।
বিছানা বালিস তোর জীবন, পাশ-বালিশের গন্ধ ;
পায়ের তলায় থাকা পুরুষ, তার পায়ের ছন্দ ।
রাগ হলেই ধর্ষন আর, ধর্ষনেতেই রাগ ।
জীবন পুরুষ তোর নেশাতেই ডাকে রাতের ডাক ।
তাই তো তোকে উড়তে দিলাম, শিকল দিলাম পায়ে,
মাটির পরে একটা জীবন, একটা জীবন উদাস হয়ে ।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।