• Uncategorized
  • 0

কবিতা – বাপ্পাদিত্য পাণ্ডে 

বিদ্যাসাগর২০০/বিশেষ সংখ্যা

বিদ্যাসাগর ও দুশো বছর 

বিদ্যাসাগর বিদ্যাসাগর জাতির ধ্রুবতারা
মানবতাই লক্ষ্য ছিল যারা সর্বহারা
নব আলোয় শিক্ষা জোয়ার নারীর অধিকারে
আঁধার ভেঙে জাগরণে এনেছিল দ্বারে ।
— হ্যাঁ, এভাবেই বক্তব্য কবিতা সেমিনারে
কাটিয়ে দিলাম দুশো বছর ।
হাততালি আর ভাষণে নিজেকেই জাহির করেছি
আজও অশিক্ষা, বাল্য বিবাহ আর
বিধবার অন্তর্দাহে কাঁপায় আকাশ বাতাস ।
তবু ,আমরা এই জেট যুগের বাসিন্দা ।
তাই আজ-
দুশো বছর বিদ্যাসাগর নয়তো কোন ঘটা
ধরো বিধবার হাত দেখাও তোমার মানবতা ।আঁধারেরই বেড়া ভেঙে আসুক নব আলো
সেটাই হবে দুশো বছর জ্ঞানের প্রদীপ জ্বালো ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।