কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে শ্রদ্ধা

ছবিটি বাঁকুড়ার বিষ্ণুপুরে দলমাদল কামনের সামনে ১৯৪০এ তোলা, ছবি 'ফেসবুক সূত্রে প্রাপ্ত'

কাজী নজরুল ইসলাম (১৮৯৯,২৫ মে /১১ জ্যৈষ্ঠ,১৩০৬ – ১৯৭৬,২৯ আগস্ট /১২ ভাদ্র, ১৩৮৩)

বিদ্রোহী কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ চুয়াল্লিশতম প্রয়াণ দিবস। তাঁর গান, তাঁর কবিতা, তাঁর যাপন ও সকল সৃজন বাঙালি মনীষার এক অনন্য উদাহরণ। সমাজের শোষিত, নিপীড়িত,বঞ্চিত মানুষের কথা ও সাম্প্রদায়িক সম্প্রীতির যে সুর তিনি বেঁধে দিয়েছেন আজও সেই সুরের রেশ বর্তমান।
টেকটাচ টক টিমের শ্রদ্ধা।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।