• Uncategorized
  • 0

কাবিতায় প্রজ্ঞা মণ্ডল

যা দেবী সর্বভূতেষু

মাগো তোমার বিদায় বেলায়
যখন মেতেছিল সবাই আনন্দ খেলায়৷
মেতেছিল লালে লাল সিঁদুররং-এ।
সবকিছু শেষে ফিরছি যখন আমি তোমার দেওয়া সিঁদুর নিয়ে৷নেশায় মত্ত কিছু পশুর অত্যাচারে হলাম মাগো বিদ্ধ বারেবারে৷হাতাহাতির শেষ পর্যায়ে হাত চালালাম নিজের সম্মান রক্ষায়!আত্মসম্মানে আঘাত পাওয়ায় ধেয়ে এল হিংস্র অসুররা সব মারার ভঙ্গীমায়৷
পিছন দিয়ে হাত মুড়িয়ে
দিল যে মা মুখ পুড়িয়ে৷
মাগো সেদিন তোমার যাবার বেলায় এইকি ছিল তবে আমার ভাগ্যলেখায়!
রুষ্ট হয়েছিলাম তোমার ওপর
দুঃখ হয়েছিল মাগো৷
আজ একটি বছর পর
চেনা রাস্তার ফিরতি পথে
ওই অসুরের দল আবার
ঘিরে ধরেছিল আরেক অবলাকে৷ নিজের বেলায় যা পারিনি মনে জেদ ছিল তা করে দেখানোরই৷
তাই মা দেরি না করে
তুলে নিলাম অস্ত্র হাতে;
নিলাম মাগো তোমার হিংস্র রূপ বধ করতে ওই অসুরের দলকে৷
যেমনি ভাবা তেমনি কাজ
এগিয়ে গিয়ে সপাটে আঘাত৷
লুটিয়ে পড়ে অসুরের দল
আর্তনাদে তাদের প্রায়শ্চিত্তের স্বর৷
ভীত অবলা সহায় পেয়ে
লুকিয়ে গেল আমার বক্ষে৷
আশ্বাস দিয়ে বললাম তারে
রাত পোহালেই যে দেবীপক্ষ পড়ে৷
ভয় কী রে তোর
মা যে এলেন অসুর বধে৷৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।