কাব্যজোনে সুপম রায় (সবুজ বাসিন্দা)

বিষাক্ত চুম্বন

আরও আরও নিজস্ব নিঃস্বতার আগুনে
জ্বালিয়েছি নিখোঁজ জনতার দ্বীপ ।
এখানে নরক আপাদমস্তক স্বর্গের নিচে —
আমি আমার ক্ষত-বিক্ষত পিঠ দিগন্তে ঠেকিয়ে
দ্রোহের ত্রাস শিবিরে বিদ্রোহ আঁকি ।
তোমাকে ভালবাসি —
ভালবাসি তোমার প্রতিটি আঘাতের বিষাক্ত চুম্বন ।
শেষ নির্ভীকতার প্রশ্রয়ে
আমার এই সাড়ে তিন হাত ভূমি
এখনও ঠাণ্ডা বরফে ঢেকে যেতে দিইনি,
লাস্ট সিপ ওয়াইনের নেশায়
ঘড়ির কাটা কোথায় কতটা সময়
পিছিয়ে গিয়েছে হিসেব রাখিনি ।
আমি তোমার দুর্বোধ্য আচরণ ভালবাসি,
ভালবাসি তোমার প্রতিটি আঘাতের বিষাক্ত চুম্বন ।
জানি না, আমি তোমার বিষাক্ত প্রেমিক কিনা !
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।