• Uncategorized
  • 0

খবর আছে-তে অমর্ত্য বিশ্বাস

কলকাতার পর পুজো কার্নিভাল বনগাঁয়

আমর্ত্য বিশ্বাস , বনগাঁ : কলকাতার পর কার্নিভাল বনগাঁ । কলকাতার পর সাহিত্যের শহর বনগাঁতেই প্রথম দেখা গেল জাঁকজমকভাবেই পুজো কার্নিভাল । বাঙালির শ্রেষ্ঠ উৎসব কে ঘিরে মানুষের আবেগ থাকে তুঙ্গে আর সেই আবেগকেই নাড়া দিলো বনগাঁর পুজো কার্নিভাল । বনগাঁ পৌরসভা ও পুলিশ প্রশাসনের তৎপরতায় দ্বিতীয় বার দেখা মিলল পুজো কার্নিভালের । বনগাঁর মোট বারোটি ক্লাব এই কার্নিভালে অংশগ্রহণ করে । তাদের মধ্যে ছিল স্বামীজি স্পোর্টিং ক্লাব ,তালতলা এ্যাথলেটিক ক্লাব ,জয়ন্তীপুর ফ্রেন্ডস্ ক্লাব ,পশ্চিমপাড়া স্পোর্টিং ক্লাব ,আমলাপাড়া এ্যাথলেটিক ক্লাব,১১ এর পল্লী যুব গোষ্ঠী ,অভিযান সংঘ ,ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ,রামনগর রোড স্পোর্টিং ক্লাব ,জাগ্রত সংঘ আয়রণ গেট স্পোর্টিং ক্লাব । কার্নিভাল টি যশোর রোড ধরে বনগাঁ বাটা মোড় থেকে মিলিটারি রোড হয়ে ত্রিকোণ পার্ক থানার ঘাটে এসে শেষ হয় এবং সেখানেই ইছামতি নদীতে প্রতিমা নিরঞ্জন করা হয় । প্রতিটি ক্লাবই নিজস্ব ভঙ্গিমায় তাদের কার্নিভাল ট্যাবলোগুলো সাজায় । কার্নিভাল গুলিতে জল সংরক্ষণ ,বৃক্ষরোপণের মত নানা সামাজিক কর্মকাণ্ডের পটচিত্র তুলে ধরা হয় । পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রীর সেভ ড্রাইভ সেভ লাইফ বিষয়টিও কোন কোন ক্লাব তুলে ধরে তাদের কার্নিভালে। সবমিলিয়ে বনগাঁর এবারের পুজো কার্নিভাল দর্শনার্থীদের মন কেড়েছে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।