• Uncategorized
  • 0

গুচ্ছকবিতায় অমৃতাভ দে

১। ছন্দের জাদুতেই…

আমাদের হরিপদ
ছড়া লেখে দিনরাত
ফুল-পাখি-প্রজাপতি,
কেয়া বাত, কেয়া বাত।
নদী আছে গাছ আছে
আর আছে বৃষ্টি
পাহাড়ের কোলে মেঘ
অপরূপ সৃষ্টি।
নদীজল প্লাস্টিক
উঠে আসে শব্দে
ইউরোপ-আমেরিকা
মিশে যায় পদ্যে
ভূতেদের কত কথা
ভয় নেই একটু
কেউ হয় ভালো মেয়ে
কেউ হয় দুষ্টু
মৌমাছি রেলগাড়ি
স্মার্টফোন মহাকাশ
ছড়াতেই লিখবেন
আগামীর ইতিহাস
ছড়াতেই ভিড় করে
রূপকথা আলাদিন
কলকাতা বারাণসী
হাঁদাভোঁদা টিনটিন।
আমি বলি, হরিপদ,
হবে হবে লিখে যাও
ছন্দের জাদুতেই
দুঃখ ভুলিয়ে দাও।

২। রঙিন সুখ

হাতের মুঠোয় জোনাকি ধরেছে মেয়ে
ঘাস ফড়িঙের সঙ্গে মিতালি হল
খেলনা ক্যামেরা,মেয়ের আঙুল ছুঁয়ে
পাখিরা বলল ,একটা ছবি তো তোলো।
নানান ভঙ্গি,কিচিরমিচির শুনে
প্রজাপতি এঁকে বসিয়ে দিয়েছে ফুলে
মেয়ে তো আমার গুটি গুটি পায়ে পায়ে
বাড়ির পথটা কখন গিয়েছে ভুলে।
হঠাৎ বৃষ্টি ভিজিয়ে দিয়েছে ওকে
ভুলোমনে আজ ছলাৎ ছলাৎ ঢেউ
সবুজ গাছেরা নামতা পড়ছে দ্যাখো
মাছরাঙা,হাঁস খুব চেনা যেন কেউ।
আঁকা-বাঁকা নদী হারিয়ে গিয়েছে দূরে
খেলনা-ক্যামেরা তুলেছে সবার মুখ
জানি না কখন রূপকথা-মোড়া ঘরে
শরৎ-শিউলি ছড়ালো রঙিন সুখ।

৩। ঘুড়ি

রংবেরঙের নানান ঘুড়ি
উড়ছে দ্যাখো এ বৈশাখে
একটা ঘুড়ি মেঘের মতোই
গোলাপ ফুলের আবির মাখে।
একটা ঘুড়ি নৌকো হয়ে
আকাশ নীলে ভাসতে থাকে
একটা ঘুড়ি গল্প হয়ে
নানান ভাষায় ডাকতে থাকে।
এক পৃথিবী অসুখ এখন
এক পৃথিবী মনের ব্যথা
উড়ছে ঘুড়ি, বলছে ঘুড়ি
ছোট্টবেলার কত কথা।
ওই ঘুড়িটা ফুলের মতোন
নক্সাকাটা পাখির পালক
মেঘের ভেলায়,আতসবাজি
কৃষ্ণঠাকুর রাখালবালক।
উড়তে উড়তে একটা ঘুড়ি
পৌঁছে গেল নতুন দেশে
সেই যেখানে কৃষ্ণঠাকুর
বাজায় বাঁশি পথের শেষে ।
অসুখ তো নেই সে-পথ জুড়ে
কৃষ্ণচূড়ার পরাগমাখা
পথের বাঁকে দুঃখ তো নেই
সুরের নদী বইছে একা।
সুরের নদীর ছন্দ নিয়ে
উড়ল ঘুড়ি এপার-ওপার
শব্দ নিল মনের মতো
মেঘপরীদের গল্প লেখার।
নতুন দেশে সেই ঘুড়িটাই
লিখল নতুন গল্পগাথা
সেই ছেলেটা সুতোর টানে
কুড়িয়ে নিল সেসব পাতা।
কোন্ ছেলেটা? আমিই নাকি?
ভুল হয়ে যায়, চিনতে বুঝি!
আকাশ জুড়ে উড়ছে ঘুড়ি
ঘুড়ির ভিতর গল্প খুঁজি।
ঘুড়ির ভিতর গল্প লেখা
কাব্য লেখা এক পৃথিবী
রেলিং ধরে দাঁড়িয়ে মেয়ে
বলল ডেকে, ‘সঙ্গে নিবি?”
এক পৃথিবী অসুখ এখন
এক পৃথিবী মনের ব্যথা
উড়ছে ঘুড়ি ,বলছে ঘুড়ি
তোমার কথা,আমার কথা।

৪। ছাদ

বিকেল হলে ছাদ‌ই আমার
মস্ত বড় দেশ
ঘরের ভেতর বন্দি মনে
ছড়ায় খুশির রেশ
ছাদের রেলিং গল্প বলে
আকাশ বলে, ‘আছি’
উড়ছে পাখি মেঘের সাথে
চাঁদের কাছাকাছি…
মন খারাপের বিকেলগুলো
ছাদের গায়ে রাখি
ছাদ পেতেছে নকশিকাঁথা
স্বপ্ন মাখামাখি।
ছোট্টবেলার সেই ছাদটাই
আজকে এলো ফিরে
কবির ছন্দে সবুজ পাতায়
সন্ধে নামে ধীরে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।