গুচ্ছ কবিতায় বর্ণজিৎ বর্মন 

১| জল

আমি তো জল
স্বচ্ছ জল
স্বাদের  গেট খোল , ঢুকে পরি
তোমার ইচ্ছা মতো
কালারফুল করো , গবেষণার উর্বর থিসিস খানি
ধ্রুবতারার আলো
তোমার মুখোজ্জল করুক বিশ্বের দরবারে
আমি তো জল
সৃষ্টি , ধ্বংস চওড়া বুকের ক্ষেতে
ক্ষমতা আন্ডার (under ) প্রতিদেশের
পার্লামেন্টের দরদী উজ্জল হাতে
আমি তো জল …

২| মন যদি চায় তোকে

মন যদি চায় তোকে
রঙ্গিন হৃৎপিন্ডের ল্যাবরেটরীতে
আতুর ঘর হবে পঞ্চ রান্নার
শীতের  গাভিন শর্ষে ক্ষেতে
হারিয়ে যাব
বসন্তের নিদারুন চন্দনের বনে
অবক্ষ অবেলায় ।
মন যদি চায়  তোকে

উথলে উঠা গহিন গাঙ থেকে
নিয়ে আসব
সমগ্র নীলাকাশের প্রতিছবির মতো
সুখ পাখির যাত্রা রোডের
লাইন বাই লাইন ,
পুঙ্খানুপুঙ্খ বর্ণনার পাতা গুলি

৩| শর্ষে ফুলের পাপড়ি

বসন্তের সারা শরীর জুড়ে যখন
পূবাল হাওয়া বেহালা বাজায়

উদাস সীমার মন  ঊচ্ছল হয়ে
পঞ্চবার্ষিকী পরিকল্পনা বেনারশী শাড়ি পরে

শীত থেকে নেওয়া শর্ষে ফুলের পাপড়ি সলিড পেজে
লিখে রাখে
বসন্ত বিলাপ আকুল সম্ভারের অ্যাডড্রেসে ।

৪| যাত্রা

নতুন ইস্তেহারে নকশা
ছিল , শীত যাত্রার সমস্ত কথা
বুলবুলি মোড়ে জমায়েত হবে
তারপর
শুরু যাত্রা
“হচ্ছে না হবে না ” দিচ্ছি না দেব না “
এগিয়ে চলো এ …
“মানছি না মানব না “
মেঠো পথ পেরিয়ে
চলছে
উন্নয়নের উরুজাহাজ ছোঁয়া
যাত্রার পদাবলী

৫| শৈশব

অঙ্কের খাতা খুলে বাজিয়েছি টিফিনের
ঘন্টা , বৃষ্টি কিংবা রোদে কবি দের
খুঁজে ফিরি খুঁত খুঁতে মনটা
কলমে কালি নেই .খাতা শেষ গতকাল
যত সব বুজরুকি , আমি মাখনলাল
হাতে আছে দেখ সব শিষ্টা ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।