• Uncategorized
  • 0

স্মৃতিই এখন সম্বল শহিদের পরিবারের

চাকরির প্রতিশ্রুতি পূরণ হয়নি, স্মৃতিই সম্বল শহিদ সুদীপ বিশ্বাসের পরিবারের

বাড়িতে তাড়াতাড়িই আসবেন বলেছিলেন। কথা রেখেছিলেন। নদিয়ার পলাশিপাড়ার হাঁসপুকুরিয়ার বাড়িতে তিনি এসেছিলেন তবে কফিনবন্দি হয়ে। শহিদ সুদীপ বিশ্বাস – এক বছর আগে আজকের দিনে পুলওয়ামায় ফিদাঁয়ে হামলার অন্যতম শহিদ। সেই সময় সারা দেশ ফুঁসে উঠেছিল ক্ষোভে, ঘৃণায়।

বালাকোটে বায়ুসেনার হামলার পরে কিছুটা স্বস্তি পেয়েছিল আমাদের দেশ । হয়তো শান্তি পেয়েছিল সুদীপএর আত্মাও। তবে এই বদলা প্রলেপ দিতে পারেনি শহিদ সুদীপের মা মমতা বিশ্বাসের কান্না । এক বছর ধরে প্রত্যেক দিন, প্রত্যেক রাতে তার বুক ফাটাফাটি কেঁদেছেন ছেলের জন্য।
ছেলের স্মৃতিকেই বুকে আঁকড়ে বেঁচে আছেন মমতা বিশ্বাস। তাঁর বুকের ভিতরে এখনও বেঁচে আছে দগদগে ক্ষত । এক বছর পরে আজ শহিদদের স্মরণ করা হচ্ছে , স্মরণ করছে শ্রদ্ধার সঙ্গে। বাড়ি, পাড়া ও ক্লাবে আবক্ষ মূর্তি বসানো হচ্ছে শহিদ সুদীপ বিশ্বাসের। পুত্রহারা মাকে সান্তনা দেওয়ার পক্ষে তা মোটেই যথেষ্ট নয়।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।