• Uncategorized
  • 0

“পুরুষ” নিয়ে বিশেষ সংখ্যায় রতন বসাক

বুঝি নাতো

পিতা হলেন এমন মানুষ
চুপটি করে থাকেন,
সকাল হলে পড়ার জন্য
ঘুমের থেকে ডাকেন ।
স্বপ্ন দেখেন সন্তান যেন
থাকে আরো সুখে,
ভালোবাসি কোন সময়
বলেন নাতো মুখে ।
নিজের ব্যথা ভুলে গিয়ে
করেন সবার জন্য,
সবাই যদি ভালো থাকে
ভাবেন জীবন ধন্য ।
রইতে পিতা বুঝি নাতো
কোন কিছুর কষ্ট,
অবহেলায় কত জিনিস
করে থাকি নষ্ট ।
চলে গেলেই বুঝতে পারি
ছিলেন যেন ছাতা,
বৃক্ষ জুড়ে রৌনক বাড়ায়
যেমন সবুজ পাতা ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।