• Uncategorized
  • 0

“পুরুষ” নিয়ে বিশেষ সংখ্যায় শেষাদ্রি চট্টোপাধ্যায়

পুরুষ

বিরহে করি বাস
বিরহ বারোমাস
আমার সারাদিন
কেটে যায়
পাতা ও ফুলগুলি
যেমন নিজেরাই
সময় হলে ঠিক
ঝরে যায়
মেঘ তো নিজেরাই
সজল যক্ষ
যার তো দায়িতা কে
মনেই নেই
কেটেছে কত পথে
গলি ও জানালায়
শাখা ও শিকড়ের
ঋণের দায় ,
ফিরেছি জাল কেটে
একলা নদী তীরে
তোমারি সাদাপাতা
লেখাটি চাই ,
লিখেছি সারাদিন
অকাল মেঘ নিয়ে
লিখেছি সারারাত
রোদেলা দিন ,
মুক্তি কিছু নেই
কেবল ছেঁড়াপাতা
কেবল প্রাচীনের
দীর্ঘশ্বাস ۔۔۔۔۔
বিরহ বারোমাস
সেখানে করি বাস
সেটুকু লিখে রাখি
দিবস রাত I
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।