• Uncategorized
  • 0

“পুরুষ” নিয়ে বিশেষ সংখ্যায় সায়নী ব্যানার্জী

ছাদ

মুঠোয় আঙ্গুল আকড়ে ধরে,
প্রথম কথায় ‘বাবা’ ডাক –
ছুটতে চলতে নালিশের বোঝা
তোমার কাছেই শান্তি পাক l
তোমার কাছে পড়ার শাসন,
ভয়ের মাঝেও ভরসা খোঁজে-
ভীষণ জটিল হিসাব গুলো
সমাধানে আজও তোমাকে বোঝে l
প্রশ্রয়ের পাহাড় তোমাকে চিনে
অন্যায়কেও যুক্তি দেয়-
একলা আমার গুমরে কাঁদা,
উচাটনে তোমায় জাগিয়ে যায় l
বয়স সিঁড়ির প্রতিটি ধাপে
আদর্শ হয়েছো নিশীত দিন-
আজ কলম বলছে, তুমি সহজ হলেও
শব্দে বাঁধা খুব কঠিন l
যুক্তি তোমার নিজের ঘরে
হাসছে প্রাণ গভীর জলে,
শত ঝড়েতেও শক্ত ছাদ-
তাকে আবেগ চেনে ‘বাবা’ বলে ll
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।