• Uncategorized
  • 0

বিশ্ব কবিতা দিবসে সুব্রত কাপাস

সংক্রমণ 

চাউনিতে ভালোবাসো প্রিয়া
এ কদিন খুব কাছাকাছি এসোনা ,
মাস্কে ঢেকেছি মুখাবয় ব সব
এ বেলায় আর ও মারণ হাসি হেসো না !
আর একটা হিমযুগ নাকি খুব কাছাকাছি
উল্কাটা খুব জোরে ধেয়ে আসছে ,
মানুষ নাকি বলে , ‘ সে সর্বজয়ী ?’
সময় আজ তাকে দেখে হাসছে !
কথা বলা বন্ধ
‘ ড্রপ লেট ‘ উড়বে ,
যতই হোক , তবু কি চাইবো বলো
মানবতা ধ্বংসের আগুনেতে পুড়বে !
আবিশ্যি , বিজ্ঞান বলেছে ,
‘ তাপ যদি বাড়ে , ছেড়ে চলে যাবে সে ‘
ভালোবাসবো আবার তোমায় সেদিন
এ প্রাণের আবেশে !
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।