• Uncategorized
  • 0

বিশ্ব কবিতা দিবসে হরেকৃষ্ণ দে 

একুশে মার্চ 

কবিতার জন্য আমি বিশ্বাস করেছি পান,
কবিতার জন্য আমি হরদম বোহেমিয়ান৷
কবিতার জন্য আমি নশ্বর করেছি মন,
কবিতার জন্য আমি জীবন করছি পণ৷
কবিতার জন্য আমি রোজ কুড়োয় নব রোদ,
কবিতার জন্য আমি মানি না কোন অবরোধ৷
কবিতার জন্য আমি সান দিই কলম প্রতিদিন,
কবিতার জন্য আমি রেখে যাই জীবনের ঋণ৷
কবিতার জন্য আমি চাষ করে যাই শব্দ,
কবিতার জন্য আমি মরণকে করি জব্দ৷
কবিতার জন্য আমি ধরেছি শক্ত করে কলম
কবিতার জন্য আমি পেয়েছি জীবনের মলম৷
কবিতার জন্য আমি লড়াই করি অবিরত,
কবিতার জন্য আমি বাঁচি পারি অনবরত৷
কবিতার জন্য বার বার জীবন করি চার্জ,
কবিতার জন্য জয়ধ্বনি হোক একুশে মার্চ৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।