মেহেফিল -এ- শায়র আকিব শিকদার

তুমি কোনটা নেবে…?

আমার হাতে বন্দুক, আমার কপালে রক্ত
তুমি কোনটা নেবে…?
যদি বন্দুক নাও- তুমি হিংস্র ঘাতক।
যদি রক্ত নাও- তুমি অপরিণামদর্শী কাতিল।
আমার চোখে অশ্রু, আমার ঠোঁটে হাসি
তুমি কোনটা নেবে…?
যদি অশ্রু নাও, তবে তুমি
দুঃখ বিলাসী- মানে আমার প্রকৃত বন্ধু।
যদি হাসি নাও, তবে তুমি
দুধের মাছি- মানে সুসময়ের ধাপ্পাবাজ।
আমার কপালে ঘাম, আমার দু’চোখ লাল
তুমি কোনটা নেবে…?
যদি কপালের ঘাম মুছে দাও শুষ্ক আঁচলে-
তুমি আমার প্রকৃত ঘরণী, আমার অর্ধ-অঙ্গ।
যদি রক্তিম চোখে বোলাও হাতের শীতল আঙুল-
তুমি আমার স্নেহশীল প্রেমিকা, রমণযোগ্য ভালোবাসা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।