মেহেফিল -এ- শায়র নাহিদা আশরাফী (নির্বাচিত কবিতা)

বর্ষা বেড়াল অথবা বিচ্ছিন্নতা

জল ধোয়া সকাল ডুবে ছিলো তুলতুলে আদুরেপনায়।
মুখপোড়া দুপুরটাও নির্ঘাত প্রেমে পড়েছে কারো
নইলে এত পুড়বার সাধ কেন  ?
জ্বরে ভুগে বিকেল দোলে প্রবল প্রলাপে।
বারান্দায় ঝুলে থাকা মানিপ্লান্ট চুইয়ে সোনালু রোদটুকু
টুপটাপ গলে পড়ে সন্ধ্যের শরীরে ।
আমি তাকেই একান্ত ভেবে যত্নে তুলে রাখি।
শাপ-লুডু জীবন
একপাশে যার বসে থাকে ঝালঝাল পাস্তা মানব।
অন্য পাশে ভ্যানিলা ক্রিম উইথ চকলেট পাই।
জীবনপাত্রে চুমুক দিতে দিতে ভাবি,
মন্দ নয় এ সন্ধ্যে যাপন।
এক পেশিময় বাহুর ভাজে তুলতুলে বেড়ালের মতন।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।