মেহেফিল -এ- শায়র মোস্তফা হায়দার

যোনি মুখে আঁকি আমার বাংলাদেশ

রাতের বিছানায় বেখেয়ালে পড়ে আছে
                             তোমার চুলের খোঁপা
কেউ না জানুক, তুমি তো জানো খোঁপাটা কার দেয়া!
জোনাক পোকার মতো মিটিমিটি হাসি দিয়ে
কাঁচের পেয়ালায় রাখলে তোমার উদোম ইচ্ছে
গোসল দেয়া লাশের মতো ঘ্রাণ ছড়িয়ে
বাগানে পাতাদের সংসার ভেঙ্গে
বিষাক্ত এক ঈশ্বরে হাত বাড়ালে তুমি!
ভূগোল মাপা মানচিত্রের সীমানায়
তোমার মিথ্যাগুলো উড়ে বেড়াচ্ছে
জানান দিচ্ছে মিথ্যা আশ্বাসে বেঁচে থাকার রুপ
এতোটা ভূলপথে না গেলেও পারতে ;
প্রিয়তমা, ইচ্ছে শক্তির কোণায় বসে লেবু কচলাচ্ছো কিন্তু!
বেগানা এবং বেহায়াদের কাছে
        সময়ের কোন হিসেব থাকতে নেই দেখিয়ে
আজন্ম পাপের পালকিতে বসে ইজ্জতের
                                             ব্যবসা বসালে
ভেঙ্গে দিলে এক যুবাত্ব সময়ের সিন্দুকচাবি!
তুমি মেঘহীন বৃষ্টির মতো যেমন হঠাৎ ঝরলে
তেমনি রক্তের সাহস আর বিশ্বাসহীনতা নিয়ে
প্রজন্মকে সোনার ডিমের স্বপ্ন দেখালে।
আমাকে বসিয়ে দিলে মিথ্যুকদের কূপের জলে।
মশাল মিছিল অথবা অগ্নি বৃষ্টির পূর্বে
ইচ্ছে শক্তির পেয়ালায় চুমুক দিতে হবে
                             বেঁচে থাকার কাসুন্দি নিয়ে ।
প্রিয়তমা, তুমি এতোটা উলঙ্গ না হলেও পারতে!
তোমার বেশ্যাবৃত্তির কাছে কতো ইচ্ছেরা
                                                       কলুষিত!
বাহ!তোমার বেহায়া পাশবিকতার কাছে পরাজিত হবো জেনে কষ্টের পাথর কিনেছিলাম
ইজ্জতের দোহায়;
রক্তরা বারবার সম্মুখে তাকাতে ইশারা করছে
জোড়াসাঁকোর নিচে পরে থাকা বারুদের ঘ্রাণ নিতে বলছে!
মুষ্টিবদ্ধহাতে তোমার খোঁপা খোলতে সাহস দিচ্ছে;
যে খোঁপার ভেতর রাক্ষুসির কোটা লুকানো
বারবার পালিয়ে যাওয়া ইচ্ছের কাছে নিয়ে যায়
                                সে মৃত্যৃর পরোয়ানা চিঠি!
প্রিয়তমা তোমার দীর্ঘ হায়াত আমার
                                কামস্যঠোঁটে লালন করি
ভাঁজপরা দেহে দেখে যেতে মিজানের মাপকাঠি
ঈশ্বরের কাছে হাতবদলের চাবি রেখে
যোনি মুখে আঁকি আমার বাংলাদেশ!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।