মেহেফিল -এ- শায়র সাজেদা আলী হেলেন (নির্বাচিত কবিতা)

আমি আমাকে খুঁজছি”

আমি আমাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি
বিছানায়, স্নানঘরে, ব্যালকনির ইজিচেয়ারে
নিজস্ব গাছের পাতা-লতায়, স্যেঁতসেঁতে শহরের দেয়ালে,
ডোবা-নর্দমায়, ব্রিজের তলায়, শীতলক্ষ্যার জলে খুঁজছি আর খুঁজছি-
কতশত আত্মার সাক্ষাৎ মিলে, কিন্তু আমি নেই!
আমার শূন্যতায় অন্তরাত্মায় হাহাকার –

রাজপথ ধরে হেঁটে হেঁটে চলে যাই জনশূন্য অরণ্যে-
খুঁজি পাখির ডানায়, রোদের পোড়া ঠোঁটে
ঝুলে থাকা বিকেলে,
অস্ত যাওয়া গোধূলির বিষন্ন আভায়।
হারানো অস্তিত্ব, হারানো পদচিহ্ন খুঁজে ফিরি হররোজ। হয় আমি ছায়ার পিছনে হাঁটছি –
নয়তো ছায়া আমার পিছনে হাঁটছে –
ঘুরপাক খাওয়া মৃত শরীর উল্টো পায়ে হেঁটে যাচ্ছে ।

একটি জীবন একটি বায়োগ্রাফি,একটি বায়োগ্রাফি একটি ইতিহাস।
চিতায় পোড়া দেহ রং মেখে জীবনযাপন !
সলতে পুড়ে করে অন্য জীবন আলো!
চরম সত্য ঢেকে চেপে উপস্থাপন।
অদৃশ্য মায়া আয়ারল্যান্ড থেকে কলকাঠি নাড়ছে।

নেই ভাষা, নেই স্বাধীনতা, বধির, স্তব্ধ বিবেক !
শুধু কালো অক্ষরে মুদ্রিত হয় একটি অধ্যায়ের মৃত ইতিহাস।

মেঘের ভাঁজে ভাঁজে গচ্ছিত জীবন্ত অধ্যায়
বৃষ্টির শরীর বেয়ে চুঁইয়ে চুঁইয়ে পড়ে,
ঘাসের ডগায় বিন্দু বিন্দু শিশির কণা ভোরের শিশুরোদ্দুরের সাথে মাখামাখি,
গড়িয়ে যায় কোন্ মোহনায়, অস্তিত্বের খোঁজে –

ঘাসফুল আর মাটির আলিঙ্গন জন্ম তৃণলতার,
পাখির সঙ্গমে ঝরা পালক খুঁজে জন্ম পরিচয়।

কোথা থেকে শুরু, কোথায় শেষ
হাঁটছি অনাদিকাল – অন্ধকার পথ ধরে
গভীর সুড়ঙ্গপথে – আরো গভীরে
সুড়ঙ্গের পিচ্ছিল দেয়াল আটকে ধরে শরীর –

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।