• Uncategorized
  • 0

সম্পাদকীয়… নাকি!!

মাদারহুড ডেয়ার, মাদারহুড চ্যালেঞ্জ…

সোশ্যাল মিডিয়া জুড়ে দু চারটে গলা জড়ানো সেলফি আর দুশোটা লাইক তাতেই সন্তুষ্টি! আসলে চ্যালেঞ্জটা শুরু হয় ঐ দুশোটা লাইকের ওপার থেকে…হঠাৎ ‘মা’ হয়ে ওঠা বছর ছাব্বিশের মেয়েটা যখন নিজেকে হারাতে থাকে মাতৃত্বের একটা এত্তো বড় ছায়ার তলায়! “তুই না মা”, এই তিনটে শব্দের ভারের তলায় চাপা পড়া একরত্তি মেয়েটাকে কেউ জিজ্ঞেসও করে না…এই মেয়েটা নাম কীরে তোর?
সে বলতে ভোলে, স্বপ্ন বটেক,কিংবা ফুসমন্তর !!!
বলতে শেখে… রূপকথা না চুপকথা !
এইভাবেই চ্যালেঞ্জগুলোকে রোজ রোজ অ্যাকসেপ্ট করে ফেলে অকপটে !
রোজ পার করে কয়েক শ হার্ডেল !!
মনখারাপি বিকেলগুলো বিলাসিতা হয়, ক্যামেরাটা আলমারিবন্দী,
হারমোনিয়ামের রিডগুলোতে ধূলো পড়ে !
ঘুঙুর বা তানপুরাতে জং…
এইভাবেই পরিপূর্ণ হতে থাকে মাতৃত্ব !
মেয়েটা বড় হয়ে যায়…

প্রাপ্তি

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।