• Uncategorized
  • 0

ফার্স্ট স্টপ

ফার্স্ট স্টপ

ভাবছি কী লেখা যায়, এমন সময় মাথায় এলো বেশি কথায় কাজ কী, বরং একটা কাজ দেখাই। সম্প্রতি কবি অতনু ভট্টাচার্য তাঁর কাব্যগ্রন্থ ফুঃ এর ইংরেজি অনুবাদ করতে বলেছেন আমাকে। আজ ভাবছি সেই ফুঃ এর প্রথম কবিতার অনুবাদটি আপনাদের দেখাবো।

মূল কবিতাটা এরকম

‘আমার মাথা
মালসা ভেবে
নিজের মতো
ফেটিয়ে নিলো
কী ঘ্রাণ! আহা
আজন্ম খিদের চাগাড়!
তবু অঝোর চুল
আঁচড়াই’

অনুবাদটি এরকম করেছিলাম-

A head
My pot
Me like
Grinding Bike
Oh perfume far!
Put food, put hunger
Climbing my hair,
My combing hair
কেমন হলো জানাবেন। এর বেশি কিছু বলার নেই এই মুহূর্তে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।