• Uncategorized
  • 0

সাতেপাঁচে কবিতায় রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

মাধুকরী 

আমি মাধুকরী করে ফিরছিলাম ৷ সন্ধ্যর আকাশ থেকে গাঙচিল মেঘের টুকরো নিয়ে , ঝিলের ধারে বাসর বাঁধছিল ৷ ঝোলা ভরা করুণা , দুর্দশার চুল্লীতে রোজকার পরমান্ন রেঁধে নিয়ে যাই , রাতের অন্ধকার শরীরে ৷ অলস বাতাসে , ত্রস্ত হরিণ শাবক পিপাসার জল পান করে
সন্তর্পণে , অতি সংগোপনে ৷ প্রবন্ঞ্চক দুনিয়াদার ক্ষুধার্ত চোখে , কখন ধেয়ে আসে অগোচর মুদ্রায় ৷ প্রতিটি মুহুর্ত অনিশ্চিত যাপনের আঘ্রাণ নিয়েও আগামীর স্বপ্নে মশগুল ৷ প্রবাহের নাম জীবন , জীবন প্রবাহ ৷ আকাঙ্ক্ষার ঘাটে প্রজ্বালিত দ্বীপ ভাসিয়ে , বহুকাল ধরে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি ৷ ঘর তো ওঠেনি , দূরত্ব বেড়েছে ৷
খোলা আকাশের নীচে পথের টানে বারবার নিরুদ্দেশে হারিয়ে গেছি ৷ আসমানী মেঘেদের দলে মিশে , আপাদমস্তক ভিজিয়ে ,
না ফিরে আসাকে নিশ্চিত করি ৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।