• Uncategorized
  • 0

সাতে পাঁচে কবিতায় কুমারেশ তেওয়ারী

মাছ

রঙিন মাছের কথা বলতেই জলজ অ্যাকোরিয়াম
ঝরে পড়ে কাচের দেয়াল বেয়ে পঞ্চতন্ত্রের পাঠ
রঙিন নুড়িপাথরে আটকা পড়া মায়ায়
সাঁতার দেয় সীমাবদ্ধতা
ছোটো হতে হতে যেন বিন্দুতে জগৎ
অসন্তোষ তবু কখনই হয়ে উঠতে পারেনা
ঝঞ্ঝাবিক্ষুব্ধময়
গ্লাসমহিমায় বাইরের থেকে যতটা বড় দেখায়
ছেঁকে তুললেই ছোটো হয়ে যায় মাছ
সহসা প্রবল হয়ে ওঠে অঙ্কশাত্র
ভেতরে তখনও মায়াময় লাবণ্য দেয়াল
ভ্রমিত জান্নাত নিয়ে এখানেই রাতদিন
আবর্তিত হয়
ঘোর, ভালোলাগা এবং পুঞ্জাক্ষী বোধ
মাছ এক জলজ বিষ্ময়
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।