• Uncategorized
  • 0

সাতে পাঁচে কবিতায় কৌশিক দাস

আমার জন্মভূমি

যে শিশুটি ক্ষুধা কে বুড়ো আঙুল দেখিয়ে, সারা সকাল  খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে গাছের ছায়ায়  ,  তার কাছে মিথ্যে আমার বিষাদ সিন্ধু।
যে পিতা হাড় ভাঙা খাটুনি খেটে দিনের শেষে বাড়ি ফিরে সন্তানের মুখে এঁকে দেয় চুমো! তার কাছে ঋণী আমার প্রতিটি জন্ম !
পিঠ বেঁকে যাওয়া মার খেয়ে , যে স্ত্রী  মাতাল স্বামীকে ভাত বেড়ে দেয়  ,  তার কাছে হার মানে সব চিকন প্রেম !
অর্জুন গাছের নীচে দাঁড়িয়ে যে সাঁওতাল ছেলেটি, মেয়েটির খোঁপায় বেঁধেছিল মোরগ ফুল , কোন এক বসন্তের সন্ধ্যায়  ; তার পায়ের কাছে নামিয়ে রাখি আমার প্রথম প্রেমের কবিতা !
এ সব যেখানে সত্য  ,  সেখানে বিগত রাতের নিহত নক্ষত্র নীল ফুল হয়ে ফুটে থাকে ঘাসে  — এ আমার জন্মভূমি।  বার বার ফিরে আসবো  শিশুর ক্ষুধা ,  পিতার ক্লান্তির ঘাম আর এক বুক জ্যোৎস্নার প্রেম নিয়ে  !
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।