• Uncategorized
  • 0

সাতে পাঁচে কবিতায় কৌশিক দাস

 পাগল

এই পৃথিবীর পাগলখানায়, কেউ পড়ে নি বাদ।
কেউ প্রকৃত পাগল বা কেউ সেজেছে উন্মাদ।
ভক্তিরসে পাগল নিমাই, শক্তিরসে বামা ,
ক্রিকেট পাগল মহারাজা লর্ডসে ওড়ায় জামা।
পাগল ফকির ঘর ছেড়ে দেয়, পথ মানে যে সবই !
প্রেমের দামে দু:খ কেনেন পাগল মহাকবি ।
টাকার প্রেমে মত্ত কেহ , মস্ত সে পাগলামি ,
সবটুকু কেউ বিলিয়ে কেনে সুখের সালতামামি।
ধর্ম নিয়ে পাগল বা কেউ,  জাত ধরে দেয় টান ,
ধর্ম ছেড়ে আর এক পাগল শুনিয়ে গেল গান ।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।